Thursday, 9 October 2025

সন্দীপ গোস্বামীর দর্শন সন্দীপনী Philosophy of Sandip Goswami

 সন্দীপ গোস্বামীর দর্শন সন্দীপনী 



"একটি সাধারণ পরিবার সুখী পরিবার হয়ে ওঠে যখন সেই পরিবারের মহিলারা নমনীয়, পুরুষেরা চরিত্রবান এবং শিশুরা মহানন্দে শৈশব উপভোগ করতে পারে ।" সন্দীপ গোস্বামী


"প্রচুর ধর্মীয় গ্রন্থ পড়া হোল, দীর্ঘকাল ধরে পূজাপার্বণ, জপতপ, দানধ্যান, তীর্থভ্রমণ সাঙ্গ হল, তবু তাঁর দর্শন হোল না। আসলে ঈশ্বরের অহেতুক কৃপা ছাড়া তাঁর দর্শন কেউ পায় না। দু:খ পেতে নেই, অপেক্ষা করতে হয়। এই জন্মে অথবা জন্মান্তরে তাঁর দর্শন মিলতেও পারে।" সন্দীপ গোস্বামী


"চিরকাল শ্রেষ্ঠ মানুষেরা প্রকৃতির অভিশাপ নিয়ে জন্মান, অসহনীয় প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে থাকেন এবং সবশেষে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে যুগোত্তীর্ণ হয়ে ওঠেন।" সন্দীপ গোস্বামী


"সুন্দরকে যে ভালোবাসে, সে প্রেমিক। সুন্দরকে যে বলপূর্বক বা কৌশলে হরণ করতে চায়, সে অপরাধী। জীবনাশ্রিত মুল্যবান আবেগের নাম ভালোবাসা।" সন্দীপ গোস্বামী


"বিজ্ঞানের আভিধানিক অর্থ 'Comprehensive Knowledge' অর্থাৎ পূর্ণজ্ঞান আর ধর্মের মূল অর্থ হচ্ছে 'যা ধারণ করে'। এর থেকে কি প্রমাণ হয় না, বিজ্ঞান অর্থাৎ পূর্ণজ্ঞান যা সর্বত্র ধারণ করতে পারে তাইতো ধর্ম, পূর্ণজ্ঞান তো ধর্ম, পূর্ণজ্ঞানই তো মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে।" সন্দীপ গোস্বামী


"রাধা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তি কোন প্রেমিক-প্রেমিকার মানবীয় রূপ নয়। এই অপূর্ব মূর্তি আত্মা এবং পরমাত্মার চিরন্তন আধ্যাত্মিক রূপ, ভক্ত এবং ভগবানের নিষ্কাম প্রেমের কাব্যিক প্রকাশ। সনাতন স্বর্গীয় প্রেমের প্রতীক।"সন্দীপ গোস্বামী


"যখন মানুষের জীবনে অশ্রু প্রেম হয়ে যায়। শুরু হয় আধ্যাত্মিক জীবন।" সন্দীপ গোস্বামী


"শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ সম্পদ । এই মহান গ্রন্থে কাব্য, দর্শন, ইতিহাস এবং প্রেম ধর্মের যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে, তার তুলনা বিশ্বসাহিত্যে নেই । এই গ্রন্থ বাংলা সাহিত্যের মা । যার আশ্রয়ে রবীন্দ্রনাথ সহ সমগ্র বাংলা সাহিত্য আজও এগিয়ে চলেছে এবং প্রবলভাবে ঋণী ।" সন্দীপ গোস্বামী


"বোকা মানুষেরা মহাপ্রভু চৈতন্যদেবের ছবিতে আকৃষ্ট হয়, বুদ্ধিমান মানুষেরা মহাপ্রভুর জীবনবোধে আত্মনিয়োগ করেন।" সন্দীপ গোস্বামী


"জ্যোতিষচর্চা যেমন গুপ্তবিজ্ঞান তেমনি বুদ্ধিমত্তার সাথে প্রতারণার শিল্পও বলা যায়। জ্যোতিষীর চরিত্রের উপর যা প্রবলভাবে নির্ভরশীল।" সন্দীপ গোস্বামী


"জীবনটাই ছবি, যে দেখতে পারে সেই কবি। " সন্দীপ গোস্বামী


"সত্যের পথ চিরন্তন পথ, মানবিকতার পথ। এই পথে গড়ে উঠেছে প্রকৃত মানুষদের কর্মভূমি। অনন্ত কন্ঠে আকাশে-বাতাসে ধ্বনিত হোক 'সত্যমেব জয়তে'।" সন্দীপ গোস্বামী 


."আধ্যাত্মিকতায় দু'টি শব্দ সত্য এবং প্রেমের গুরুত্ব অপরিসীম। পরমাত্মার এই দু'টি নয়ন তিনি প্রতিটি মানুষকে দান করেছেন। এই সত্য এবং প্রেমের দৃষ্টি লাভ করলে তাঁব দর্শন খুব সহজ হয়ে যায়।" সন্দীপ গোস্বামী


"গর্বের সাথে বলি আমি মানুষ, মনুষ্যত্ব আমার ধর্ম, এই বিশ্ব আমাদের মাতৃভূমি। আনন্দের সাথে বলি আমরা পরমাত্মার সন্তান, অমৃতের সন্ধানী। দৃঢ়তার সাথে বলি আমরা সনাতনী ভারতবাসী, তাই কোনপ্রকার সংকীর্ণতা, বিভেদ, হীনম্মন্যতা আমাদের গ্রাস করতে পারবেনা।" সন্দীপ গোস্বামী


"সর্বশক্তিমান ঈশ্বর চারটি জিনিস খুব ভালোবাসেন, স্বচ্ছতা, পবিত্রতা, ভালোবাসা এবং শান্তি। যেখানে এই চারটি জিনিস থাকেনা, সেখানে তিনিও থাকেননা।" সন্দীপ গোস্বামী


"ধর্ম নিয়ে রাজনীতি না করে, রাজনীতিতে ধর্ম প্রতিষ্ঠিত হোক। " সন্দীপ গোস্বামী


"বিজ্ঞান আমাদের বাঁচতে শেখায় এবং ধর্ম আমাদের ভালোবাসতে শেখায়। এইখানেই বিজ্ঞান এবং ধর্মের ঐতিহাসিক অবদান। " সন্দীপ গোস্বামী


"যে কোন ঘৃণার বিরুদ্ধে একমাত্র অস্ত্র হল ভালোবাসা। যুদ্ধ কোন খেলা নয়, যুদ্ধ যুদ্ধ খেলতে নেই। " সন্দীপ গোস্বামী


"বিশুদ্ধ মস্তিক এবং আহত হৃদয়ের মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য অতি সহজে লাভ করেন। কোন প্রকার চালাকি তাঁব অহেতুক কৃপালাভ ঘটাতে পারেনা।" সন্দীপ গোস্বামী


"ইসকন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বিশ্বব্যাপী সনাতন শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠছে।' সন্দীপ গোস্বামী


"বিজ্ঞানভিত্তিক ধর্মকে আধ্যাত্মিকতা বলা যায়। বিজ্ঞানের আলোয় আলোকিত সনাতনধর্মের গভীরতায় সেই আধ্যাত্মিক বিজ্ঞানকে আত্মস্থ করা যায়। যা আচার-বিচার, নীতিকথা, সংস্কার প্রভৃতি থেকে সম্পুর্ন আলাদা এবং উপর তলার বিষয়। " সন্দীপ গোস্বামী


"সমগ্র জগৎসংসার সনাতনধর্মের অন্তর্গত। তাই এই চিরন্তন ধর্ম কোনোপ্রকার সাম্প্রদায়িকতা এবং বিদ্বেষকে প্রশ্রয় দেয় না। এটাই এই ধর্মের মহত্ব। " সন্দীপ গোস্বামী


"ভালবাসা পাপ নয়, বরং মহাপুণ্য । হাজার তীর্থযাত্রার থেকেও মহান কর্ম । ভালবাসা ছাড়া মানুষের দান করার, আর কিছু নিজস্ব নেই ।" সন্দীপ গোস্বামী


"পিতা-মাতার ভালবাসা হাঁটতে শেখায়, কবিদের ভালবাসা পথ চলতে শেখায় ।" সন্দীপ গোস্বামী


"বিশুদ্ধ প্রেমকে ঈশ্বরপ্রাপ্তি বলা উচিত। যে প্রেমের পরশে বৃদ্ধের মুখে ভেসে বেড়ায় শিশুর মিষ্টতা।" সন্দীপ গোস্বামী"জীবনকে সর্বত্র খন্ডিত দেখা যায়। অখন্ড জীবনকে জানতে ভক্তিপথ গ্রহণ করতে হয়, যেখানে প্রকৃত কর্ম, জ্ঞান এবং যোগের মহামিলন ঘটেছে। " সন্দীপ গোস্বামী


"কে যে কার, কার যে কে

এটা বুঝতে বুঝতে

আমরা আপন থেকে পর হয়ে যাই!" সন্দীপ গোস্বামী


"একদিন ভালোবাসা বলল, 'তুই মাটি হবি, আমি হব ফুল।' সেইদিন থেকে মাটিতে যে ফুল মুখ রাখে, সেইখানে গড়ে ওঠে ভালোবাসার তাজমহল। তুমি দেখেছ কী!" সন্দীপ গোস্বামী


"নীতিশাস্ত্র বিমুখ কোনও মানুষ বা দেশ ধর্মশাস্ত্রে পারদর্শী হতে পারে না। যদি হয়, তবে তা মিথ্যা, ছলনা।" সন্দীপ গোস্বামী


"ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করলে, জগৎসংসারের অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায়। এটাই কৃষ্ণপ্রেমের জাদু।" সন্দীপ গোস্বামী


"যদি ভিক্ষা চাইতে হয়, তবে তোমার হৃদয় চাইব। কদাচিৎ অন্য আর কিছু চাই না।" সন্দীপ গোস্বামী


"ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, ধর্ম, ভালোবাসা এবং একতার প্রতীক রথ। জীবনের রশি টেনে সংঘবদ্ধভাবে জীবন এগিয়ে দেয় তার পরম্পরা, ঐতিহ্য, স্বপ্ন..." সন্দীপ গোস্বামী


"মানুষকে উচ্চস্তরে নিয়ে যায় তার কৃতজ্ঞতা বোধ, এটা কখনও অসম্মানের বিষয় নয়।" সন্দীপ গোস্বামী


"শোনো হে মানুষ ভাই, সবার উপরে হৃদয় সত্য তাহার উপরে নাই । " সন্দীপ গোস্বামী


"বোকা পৃথিবী ভালোবাসা চায়, কিন্তু বুদ্ধিমান পৃথিবী ভালোবাসা বিতরণ করে যায়।" সন্দীপ গোস্বামী


"জীবন উজ্জ্বলকারী মূল্যবান আবেগের নাম ভালবাসা। " সন্দীপ গোস্বামী


"কৃষ্ণপ্রেমে স্বর্গলাভ হয় না, পৃথিবী স্বর্গ হয়ে যায়।" সন্দীপ গোস্বামী


"ভালোবাসা ছাড়া মানুষের দান করার মতো আর কিছু নেই, বাদবাকি সবকিছু প্রকৃতির দান।" সন্দীপ গোস্বামী


"শ্রীচৈতন্য মহাপ্রভু কেন্দ্রিক ভক্তি আন্দোলনে তিনজন মহাপুরুষের অবদান অপরিসীম। এই আন্দোলনের স্থপতি ছিলেন শ্রীঅদ্বৈত আচার্য, ভারতব্যাপী এই আন্দোলনে মহাপ্রভুকে, নিজস্ব অস্তিত্ব এবং সংগঠনের সহায়তায় এগিয়ে দেন ভারত শ্রেষ্ঠ মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম এবং আজও যাঁর নেতৃত্বে এই আন্দোলন জীবিত, তিনি হলেন বৈষ্ণবের নয়নের মণি শ্রীনিত্যানন্দ।" সন্দীপ গোস্বামী


"ভালোবাসা খুঁজে বেড়ায় ভালো বাসা, যা ব্যক্তিগত, কোনো বস্তুগত নয়।" সন্দীপ গোস্বামী


"বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানবিক, বিজ্ঞানসম্মত, গণতান্ত্রিক, সমাজবাদী এবং স্বাধীন ধর্মের নাম সনাতন ধর্ম। এই ধর্মের অন্তরে সর্বধর্ম সমন্বয়, আমায় বারংবার মুগ্ধ এবং গর্বিত করে। বিশ্ব মানবসমাজও ধীরেধীরে এই সত্য উপলব্ধি করছে। " সন্দীপ গোস্বামী


"মহৎ নয় সম্পূর্ণ মানুষ হয়ে প্রকৃতি এবং পরমাত্মার অনন্ত আনন্দযজ্ঞে নিজেকে সমর্পণ করি।" সন্দীপ গোস্বামী"সমস্ত শিক্ষার ঊর্ধ্বে মানবতা, সমস্ত বিচারের ঊর্ধ্বে মানবতা, এমনকি সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানবতা। মানবতার এমন শিক্ষা বড় দুর্লভ। তাই শ্রীশ্রীচৈতন্যদেবের পর নবীন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।" সন্দীপ গোস্বামী


"জীবনে প্রচুর মানুষ আসবে, জীবনকে নাড়িয়ে দিয়ে চলেও যাবে । এদের মধ্যে কতিপয় মানুষ জীবনের সাথে মিশে যায় । তাদের ভালবাসায়, সোহাগে এবং শাসনে একটি সামান্য জীবন হয়ে ওঠে সম্মিলিত মহাজীবন । এই মহাজীবনের সুগন্ধ বুকে নিয়ে মানুষ অমরত্ব খুঁজতে থাকে । মৃত্যুবোধ, জীবনবোধের কাছে পরাস্ত হয় ।" সন্দীপ গোস্বামী


"শুধুমাত্র প্রেমের জাদুতে পৃথিবীর উন্নত দেশসমূহের অহংকারী, বর্ণবিদ্বেষী, সাম্রাজ্যবাদী জাতিকে একজন ভারতীয় কৃষ্ণাঙ্গের পদতলে নত করানোই, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লব। এই অভূতপূর্ব আধ্যাত্মিক বিপ্লবের জন্য বিশ্ব ইতিহাসে নবদ্বীপ তথা ভারতের বৈষ্ণবসমাজের কৃতিত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে।" সন্দীপ গোস্বামী


"পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে, ভালো মানুষ এবং খারাপ মানুষ। এটা প্রাকৃতিক বিভাজন। এর বাইরে অন্য সমস্ত বিভাজন খারাপ মানুষেরা তৈরি করেছে।" সন্দীপ গোস্বামী


"জীবনে প্রচুর মানুষ আসবে, জীবনকে নাড়িয়ে দিয়ে চলেও যাবে । এদের মধ্যে কতিপয় মানুষ জীবনের সাথে মিশে যায় । তাদের ভালবাসায়, সোহাগে এবং শাসনে একটি সামান্য জীবন হয়ে ওঠে সম্মিলিত মহাজীবন । এই মহাজীবনের সুগন্ধ বুকে নিয়ে মানুষ অমরত্ব খুঁজতে থাকে । মৃত্যুবোধ, জীবনবোধের কাছে পরাস্ত হয় ।" সন্দীপ গোস্বামী


"সমগ্র ভারতে ক্ষত্রিয় বর্ণ থেকে ভগবান আত্মপ্রকাশ করেছেন। কিন্তু বাঙালি জাতি ব্রাহ্মণ বর্ণ থেকে তাদের ভগবানকে খুঁজে পেয়েছে। তাই বাংলার ঘরে ঘরে শ্রীশ্রীচৈতন্যদেব, শ্রীশ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীলোকনাথ পরম শ্রদ্ধার সাথে ভগবানের আসনে পূজিত হয়। এটাও বাঙালি জাতির অন্যতম বৈশিষ্ট্য। " সন্দীপ গোস্বামী


"এই সময়ের পৃথিবীতে তুমি দুটি জিনিস অন্যদের থেকে পাবে । হিংসা অথবা করুণা । তোমার সফলতায় হিংসা এবং ব্যর্থতায় করুণা । তাই দুঃখ পেও না । করুণা নিয়ে বেঁচে থাকা অর্থহীন । তুমি ভালোবাসার রাজা বা রাণী হয়ে ভালোবাসা বিলিয়ে যাও, ভালোবাসার ভিখারি হতে চেও না । একদিন তোমার ভালোবাসায় লেখা হবে মানবজাতির ভবিষ্যৎ, তুমি হবে ইতিহাস ।" সন্দীপ গোস্বামী


"অন্ধকার সেই মানুষকে গ্রাস করে, যার নিজস্ব আলো নেই।" সন্দীপ গোস্বামী


"অন্তরের রূপের সাথে বাহ্যিক রূপের মিলনে মানুষ প্রকৃত সুন্দর হয়ে ওঠে, সৃষ্টি হয় রূপমুগ্ধ মুহূর্ত।"সন্দীপ গোস্বামী


"সৎমানুষদের মধ্যে সরলতা, মহানুভবতার সাথে গোপন অহংকারও থাকে । সেই অহংকার এই ধরণের মানুষদের প্রধান চালিকাশক্তি । অনেক সময় তাঁদের এই অহংকারকে ভুল বুঝে আমরা আহত হয়ে থাকি । তবু একজন সৎমানুষের মৃত্যু হাজার ক্রীড়াবিদ, অভিনেতা, প্রশাসক, লেখকের মতো গুণীজনদের মৃত্যু থেকেও সমাজের গভীরে বেশি ক্ষত সৃষ্টি করে । সততার সাধনায় প্রতিভা নয়, চাই তীব্র ইচ্ছাশক্তি । আমরা ইচ্ছা করলেই সৎমানুষ হয়ে বেঁচে থাকতে পারি ।" সন্দীপ গোস্বামী


"যেদিন থেকে মানুষ কর্মকে ধান্দা বানিয়েছে, সেদিন থেকে মানুষ অস্থির, সদাব্যস্ত হয়েছে। আসলে কর্ম মানুষকে আনন্দ প্রদান করে কিন্তু ধান্দা ফিরিয়ে দেয় অস্থিরতা। " সন্দীপ গোস্বামী


"যে ভালোবাসা অর্থ দেখে ভোলে, তা ভালোবাসা নয় । যে ভালোবাসা রূপ দেখে ভোলে, তা ভালোবাসা নয় । যে ভালোবাসা গুণ দেখে ভোলে, তাও ভালোবাসা নয় । যে ভালোবাসায় অস্থির জীবন স্থির হয়, জীবন আনন্দময় হয়ে ওঠে, সবাইকে আরও বেশি ভালবাসতে ইচ্ছা হয়, মন অনন্ত খুশিতে ভরে যায়, তাকেই বলে ভালোবাসা ।" সন্দীপ গোস্বামী


"এ কোন ধরণের প্রেম, যেখানে প্রেমী খুনি হয়ে ওঠে! এ কোন ধরণের সভ্যতা, যেখানে সিপাহীর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পায়! এ কোন ধরণের আধুনিকতা, যেখানে নারীর সম্মান ধুলোয় লুটায়! এ কোন ধরণের ধর্ম, যেখানে ধর্মস্থান রক্তে ভেসে যায়! এ কি ধরণের বিচার, যার মধ্যে উত্তরণ নেই!" সন্দীপ গোস্বামী


"সত্যের পথ চিরন্তন পথ, মানবিকতার পথ। এই পথে গড়ে উঠেছে প্রকৃত মানুষদের কর্মভূমি। অনন্ত কন্ঠে আকাশে-বাতাসে ধ্বনিত হোক 'সত্যমেব জয়তে'।" সন্দীপ গোস্বামী 


"একজন কবির কাছে তুমি কি আশা কর বন্ধু! শুধু কবিতা এবং ভালোবাসা ছাড়া, তাঁর দেওয়ার আর কিছু নেই।" সন্দীপ গোস্বামী


"শিশুর ঐশ্বরিক হাসি, মায়ের অনন্ত আশীর্বাদ এবং জন্মভূমির অচিন্তনীয় গন্ধ হল দুনিয়ায় সবচেয়ে পবিত্র প্রাপ্তি। পরমাত্মার আশীর্বাদে এই পবিত্রতাকে কোনভাবে অপবিত্র করা যায় না।" সন্দীপ গোস্বামী


"একটি সাধারণ পরিবার সুখী পরিবার হয়ে ওঠে যখন সেই পরিবারের মহিলারা নমনীয়, পুরুষেরা চরিত্রবান এবং শিশুরা মহানন্দে শৈশব উপভোগ করতে পারে ।" সন্দীপ গোস্বামী


"প্রচুর ধর্মীয় গ্রন্থ পড়া হোল, দীর্ঘকাল ধরে পূজাপার্বণ, জপতপ, দানধ্যান, তীর্থভ্রমণ সাঙ্গ হল, তবু তাঁর দর্শন হোল না। আসলে ঈশ্বরের অহেতুক কৃপা ছাড়া তাঁর দর্শন কেউ পায় না। দু:খ পেতে নেই, অপেক্ষা করতে হয়। এই জন্মে অথবা জন্মান্তরে তাঁর দর্শন মিলতেও পারে।" সন্দীপ গোস্বামী


"শিশুর ঐশ্বরিক হাসি, মায়ের অনন্ত আশীর্বাদ এবং জন্মভূমির অচিন্তনীয় গন্ধ হল দুনিয়ায় সবচেয়ে পবিত্র প্রাপ্তি। পরমাত্মার আশীর্বাদে এই পবিত্রতাকে কোনভাবে অপবিত্র করা যায় না।" সন্দীপ গোস্বামী


"সুন্দরকে যে ভালোবাসে, সে প্রেমিক। সুন্দরকে যে বলপূর্বক বা কৌশলে হরণ করতে চায়, সে অপরাধী। জীবনাশ্রিত মুল্যবান আবেগের নাম ভালোবাসা।" সন্দীপ গোস্বামী


"বিজ্ঞানের আভিধানিক অর্থ 'Comprehensive Knowledge' অর্থাৎ পূর্ণজ্ঞান আর ধর্মের মূল অর্থ হচ্ছে 'যা ধারণ করে'। এর থেকে কি প্রমাণ হয় না, বিজ্ঞান অর্থাৎ পূর্ণজ্ঞান যা সর্বত্র ধারণ করতে পারে তাইতো ধর্ম, পূর্ণজ্ঞান তো ধর্ম, পূর্ণজ্ঞানই তো মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে।" সন্দীপ গোস্বামী


"চিরকাল শ্রেষ্ঠ মানুষেরা প্রকৃতির অভিশাপ নিয়ে জন্মান, অসহনীয় প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে থাকেন এবং সবশেষে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে যুগোত্তীর্ণ হয়ে ওঠেন।" সন্দীপ গোস্বামী


"যখন মানুষের জীবনে অশ্রু প্রেম হয়ে যায়। শুরু হয় আধ্যাত্মিক জীবন।" সন্দীপ গোস্বামী


"শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ সম্পদ । এই মহান গ্রন্থে কাব্য, দর্শন, ইতিহাস এবং প্রেম ধর্মের যে অপূর্ব মেলবন্ধন ঘটেছে, তার তুলনা বিশ্বসাহিত্যে নেই । এই গ্রন্থ বাংলা সাহিত্যের মা । যার আশ্রয়ে রবীন্দ্রনাথ সহ সমগ্র বাংলা সাহিত্য আজও এগিয়ে চলেছে এবং প্রবলভাবে ঋণী ।" সন্দীপ গোস্বামী


"রাধা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তি কোন প্রেমিক-প্রেমিকার মানবীয় রূপ নয়। এই অপূর্ব মূর্তি আত্মা এবং পরমাত্মার চিরন্তন আধ্যাত্মিক রূপ, ভক্ত এবং ভগবানের নিষ্কাম প্রেমের কাব্যিক প্রকাশ। সনাতন স্বর্গীয় প্রেমের প্রতীক।"সন্দীপ গোস্বামী


"বোকা মানুষেরা মহাপ্রভু চৈতন্যদেবের ছবিতে আকৃষ্ট হয়, বুদ্ধিমান মানুষেরা মহাপ্রভুর জীবনবোধে আত্মনিয়োগ করেন।" সন্দীপ গোস্বামী


"জ্যোতিষচর্চা যেমন গুপ্তবিজ্ঞান তেমনি বুদ্ধিমত্তার সাথে প্রতারণার শিল্পও বলা যায়। জ্যোতিষীর চরিত্রের উপর যা প্রবলভাবে নির্ভরশীল।" সন্দীপ গোস্বামী


"জীবনটাই ছবি, যে দেখতে পারে সেই কবি। " সন্দীপ গোস্বামী


"আধ্যাত্মিকতায় দু'টি শব্দ সত্য এবং প্রেমের গুরুত্ব অপরিসীম। পরমাত্মার এই দু'টি নয়ন তিনি প্রতিটি মানুষকে দান করেছেন। এই সত্য এবং প্রেমের দৃষ্টি লাভ করলে তাঁব দর্শন খুব সহজ হয়ে যায়।" সন্দীপ গোস্বামী


"গর্বের সাথে বলি আমি মানুষ, মনুষ্যত্ব আমার ধর্ম, এই বিশ্ব আমাদের মাতৃভূমি। আনন্দের সাথে বলি আমরা পরমাত্মার সন্তান, অমৃতের সন্ধানী। দৃঢ়তার সাথে বলি আমরা সনাতনী ভারতবাসী, তাই কোনপ্রকার সংকীর্ণতা, বিভেদ, হীনম্মন্যতা আমাদের গ্রাস করতে পারবেনা।" সন্দীপ গোস্বামী


"সর্বশক্তিমান ঈশ্বর চারটি জিনিস খুব ভালোবাসেন, স্বচ্ছতা, পবিত্রতা, ভালোবাসা এবং শান্তি। যেখানে এই চারটি জিনিস থাকেনা, সেখানে তিনিও থাকেননা।" সন্দীপ গোস্বামী


"ধর্ম নিয়ে রাজনীতি না করে, রাজনীতিতে ধর্ম প্রতিষ্ঠিত হোক। " সন্দীপ গোস্বামী


"যে কোন ঘৃণার বিরুদ্ধে একমাত্র অস্ত্র হল ভালোবাসা। যুদ্ধ কোন খেলা নয়, যুদ্ধ যুদ্ধ খেলতে নেই। " সন্দীপ গোস্বামী


"বিজ্ঞান আমাদের বাঁচতে শেখায় এবং ধর্ম আমাদের ভালোবাসতে শেখায়। এইখানেই বিজ্ঞান এবং ধর্মের ঐতিহাসিক অবদান। " সন্দীপ গোস্বামী


"বিশুদ্ধ মস্তিক এবং আহত হৃদয়ের মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য অতি সহজে লাভ করেন। কোন প্রকার চালাকি তাঁব অহেতুক কৃপালাভ ঘটাতে পারেনা।" সন্দীপ গোস্বামী


"ইসকন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বিশ্বব্যাপী সনাতন শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠছে।' সন্দীপ গোস্বামী


"বিজ্ঞানভিত্তিক ধর্মকে আধ্যাত্মিকতা বলা যায়। বিজ্ঞানের আলোয় আলোকিত সনাতনধর্মের গভীরতায় সেই আধ্যাত্মিক বিজ্ঞানকে আত্মস্থ করা যায়। যা আচার-বিচার, নীতিকথা, সংস্কার প্রভৃতি থেকে সম্পুর্ন আলাদা এবং উপর তলার বিষয়। " সন্দীপ গোস্বামী


"সমগ্র জগৎসংসার সনাতনধর্মের অন্তর্গত। তাই এই চিরন্তন ধর্ম কোনোপ্রকার সাম্প্রদায়িকতা এবং বিদ্বেষকে প্রশ্রয় দেয় না। এটাই এই ধর্মের মহত্ব। " সন্দীপ গোস্বামী


"ভালবাসা পাপ নয়, বরং মহাপুণ্য । হাজার তীর্থযাত্রার থেকেও মহান কর্ম । ভালবাসা ছাড়া মানুষের দান করার, আর কিছু নিজস্ব নেই ।" সন্দীপ গোস্বামী


"জীবনকে সর্বত্র খন্ডিত দেখা যায়। অখন্ড জীবনকে জানতে ভক্তিপথ গ্রহণ করতে হয়, যেখানে প্রকৃত কর্ম, জ্ঞান এবং যোগের মহামিলন ঘটেছে। " সন্দীপ গোস্বামী


"সমগ্র জগৎসংসার সনাতনধর্মের অন্তর্গত। তাই এই চিরন্তন ধর্ম কোনোপ্রকার সাম্প্রদায়িকতা এবং বিদ্বেষকে প্রশ্রয় দেয় না। এটাই এই ধর্মের মহত্ব। " সন্দীপ গোস্বামী


"বিজ্ঞানভিত্তিক ধর্মকে আধ্যাত্মিকতা বলা যায়। বিজ্ঞানের আলোয় আলোকিত সনাতনধর্মের গভীরতায় সেই আধ্যাত্মিক বিজ্ঞানকে আত্মস্থ করা যায়। যা আচার-বিচার, নীতিকথা, সংস্কার প্রভৃতি থেকে সম্পুর্ন আলাদা এবং উপর তলার বিষয়। " সন্দীপ গোস্বামী


"ভালবাসা পাপ নয়, বরং মহাপুণ্য । হাজার তীর্থযাত্রার থেকেও মহান কর্ম । ভালবাসা ছাড়া মানুষের দান করার, আর কিছু নিজস্ব নেই ।" সন্দীপ গোস্বামী


"পিতা-মাতার ভালবাসা হাঁটতে শেখায়, কবিদের ভালবাসা পথ চলতে শেখায় ।" সন্দীপ গোস্বামী


"বিশুদ্ধ প্রেমকে ঈশ্বরপ্রাপ্তি বলা উচিত। যে প্রেমের পরশে বৃদ্ধের মুখে ভেসে বেড়ায় শিশুর মিষ্টতা।" সন্দীপ গোস্বামী


"জীবনকে সর্বত্র খন্ডিত দেখা যায়। অখন্ড জীবনকে জানতে ভক্তিপথ গ্রহণ করতে হয়, যেখানে প্রকৃত কর্ম, জ্ঞান এবং যোগের মহামিলন ঘটেছে। " সন্দীপ গোস্বামী


"পিতা-মাতার ভালবাসা হাঁটতে শেখায়, কবিদের ভালবাসা পথ চলতে শেখায় ।" সন্দীপ গোস্বামী


"বিশুদ্ধ প্রেমকে ঈশ্বরপ্রাপ্তি বলা উচিত। যে প্রেমের পরশে বৃদ্ধের মুখে ভেসে বেড়ায় শিশুর মিষ্টতা।" সন্দীপ গোস্বামী


"জীবনকে সর্বত্র খন্ডিত দেখা যায়। অখন্ড জীবনকে জানতে ভক্তিপথ গ্রহণ করতে হয়, যেখানে প্রকৃত কর্ম, জ্ঞান এবং যোগের মহামিলন ঘটেছে। " সন্দীপ গোস্বামী


"কে যে কার, কার যে কে

এটা বুঝতে বুঝতে

আমরা আপন থেকে পর হয়ে যাই!" সন্দীপ গোস্বামী


"একদিন ভালোবাসা বলল, 'তুই মাটি হবি, আমি হব ফুল।' সেইদিন থেকে মাটিতে যে ফুল মুখ রাখে, সেইখানে গড়ে ওঠে ভালোবাসার তাজমহল। তুমি দেখেছ কী!" সন্দীপ গোস্বামী


"নীতিশাস্ত্র বিমুখ কোনও মানুষ বা দেশ ধর্মশাস্ত্রে পারদর্শী হতে পারে না। যদি হয়, তবে তা মিথ্যা, ছলনা।" সন্দীপ গোস্বামী


"ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসতে শুরু করলে, জগৎসংসারের অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায়। এটাই কৃষ্ণপ্রেমের জাদু।" সন্দীপ গোস্বামী


"যদি ভিক্ষা চাইতে হয়, তবে তোমার হৃদয় চাইব। কদাচিৎ অন্য আর কিছু চাই না।" সন্দীপ গোস্বামী


"ভারতীয় শিল্পকলা, সংস্কৃতি, ধর্ম, ভালোবাসা এবং একতার প্রতীক রথ। জীবনের রশি টেনে সংঘবদ্ধভাবে জীবন এগিয়ে দেয় তার পরম্পরা, ঐতিহ্য, স্বপ্ন..." সন্দীপ গোস্বামী


"মানুষকে উচ্চস্তরে নিয়ে যায় তার কৃতজ্ঞতা বোধ, এটা কখনও অসম্মানের বিষয় নয়।" সন্দীপ গোস্বামী


"বোকা পৃথিবী ভালোবাসা চায়, কিন্তু বুদ্ধিমান পৃথিবী ভালোবাসা বিতরণ করে যায়।" সন্দীপ গোস্বামী


"শোনো হে মানুষ ভাই, সবার উপরে হৃদয় সত্য তাহার উপরে নাই । " সন্দীপ গোস্বামী


"জীবন উজ্জ্বলকারী মূল্যবান আবেগের নাম ভালবাসা। " সন্দীপ গোস্বামী


"ভালোবাসা ছাড়া মানুষের দান করার মতো আর কিছু নেই, বাদবাকি সবকিছু প্রকৃতির দান।" সন্দীপ গোস্বামী


"কৃষ্ণপ্রেমে স্বর্গলাভ হয় না, পৃথিবী স্বর্গ হয়ে যায়।" সন্দীপ গোস্বামী


"যিনি প্রকৃত মানুষ গড়েন, মানুষ তাকে ঈশ্বর মানেন।" সন্দীপ গোস্বামী


"ভালোবাসা খুঁজে বেড়ায় ভালো বাসা, যা ব্যক্তিগত, কোনো বস্তুগত নয়।" সন্দীপ গোস্বামী


"শ্রীচৈতন্য মহাপ্রভু কেন্দ্রিক ভক্তি আন্দোলনে তিনজন মহাপুরুষের অবদান অপরিসীম। এই আন্দোলনের স্থপতি ছিলেন শ্রীঅদ্বৈত আচার্য, ভারতব্যাপী এই আন্দোলনে মহাপ্রভুকে, নিজস্ব অস্তিত্ব এবং সংগঠনের সহায়তায় এগিয়ে দেন ভারত শ্রেষ্ঠ মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম এবং আজও যাঁর নেতৃত্বে এই আন্দোলন জীবিত, তিনি হলেন বৈষ্ণবের নয়নের মণি শ্রীনিত্যানন্দ।" সন্দীপ গোস্বামী


"শোন হে মানুষভাই, সবার উপরে হৃদয় সত্য, তাহার উপরে নাই।" সন্দীপ গোস্বামী


"প্রকৃতি এবং পরমাত্মার অভেদ, অখণ্ড সম্পর্কের নাম রাধাকৃষ্ণের যুগলমিলন। এর বাইরে অন্য সবকিছু লোককথা।" সন্দীপ গোস্বামী


"মহাপ্রভু চৈতন্যদেবের শিক্ষায় জাতের নামে বজ্জাতি অথবা নিচু জাতের জন্য মেকি সংরক্ষণের কোনও মান্যতা ছিল না। তিনি মেধাশক্তিকে সর্বদা মর্যাদা দিতেন। ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তিনি দায়িত্ব দিতেন। এমন বিজ্ঞানসম্মত শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলা উচিত।" সন্দীপ গোস্বামী


"বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানবিক, বিজ্ঞানসম্মত, গণতান্ত্রিক, সমাজবাদী এবং স্বাধীন ধর্মের নাম সনাতন ধর্ম। এই ধর্মের অন্তরে সর্বধর্ম সমন্বয়, আমায় বারংবার মুগ্ধ এবং গর্বিত করে। বিশ্ব মানবসমাজও ধীরেধীরে এই সত্য উপলব্ধি করছে। " সন্দীপ গোস্বামী


"আমরা সবাই মধ্যম হয়ে বেঁচে আছি। বাদবাকি অন্তর্ভাষ্য, লোকগীতা।" সন্দীপ গোস্বামী


"মহৎ নয় সম্পূর্ণ মানুষ হয়ে প্রকৃতি এবং পরমাত্মার অনন্ত আনন্দযজ্ঞে নিজেকে সমর্পণ করি।" সন্দীপ গোস্বামী


"সমস্ত শিক্ষার ঊর্ধ্বে মানবতা, সমস্ত বিচারের ঊর্ধ্বে মানবতা, এমনকি সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানবতা। মানবতার এমন শিক্ষা বড় দুর্লভ। তাই শ্রীশ্রীচৈতন্যদেবের পর নবীন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।" সন্দীপ গোস্বামী


"শুধুমাত্র প্রেমের জাদুতে পৃথিবীর উন্নত দেশসমূহের অহংকারী, বর্ণবিদ্বেষী, সাম্রাজ্যবাদী জাতিকে একজন ভারতীয় কৃষ্ণাঙ্গের পদতলে নত করানোই, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লব। এই অভূতপূর্ব আধ্যাত্মিক বিপ্লবের জন্য বিশ্ব ইতিহাসে নবদ্বীপ তথা ভারতের বৈষ্ণবসমাজের কৃতিত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে।" সন্দীপ গোস্বামী


"জীবনে প্রচুর মানুষ আসবে, জীবনকে নাড়িয়ে দিয়ে চলেও যাবে । এদের মধ্যে কতিপয় মানুষ জীবনের সাথে মিশে যায় । তাদের ভালবাসায়, সোহাগে এবং শাসনে একটি সামান্য জীবন হয়ে ওঠে সম্মিলিত মহাজীবন । এই মহাজীবনের সুগন্ধ বুকে নিয়ে মানুষ অমরত্ব খুঁজতে থাকে । মৃত্যুবোধ, জীবনবোধের কাছে পরাস্ত হয় ।" সন্দীপ গোস্বামী


"পৃথিবীতে দুই ধরণের মানুষ আছে, ভালো মানুষ এবং খারাপ মানুষ। এটা প্রাকৃতিক বিভাজন। এর বাইরে অন্য সমস্ত বিভাজন খারাপ মানুষেরা তৈরি করেছে।" সন্দীপ গোস্বামী


"অন্ধকার সেই মানুষকে গ্রাস করে, যার নিজস্ব আলো নেই।" সন্দীপ গোস্বামী


"সমগ্র ভারতে ক্ষত্রিয় বর্ণ থেকে ভগবান আত্মপ্রকাশ করেছেন। কিন্তু বাঙালি জাতি ব্রাহ্মণ বর্ণ থেকে তাদের ভগবানকে খুঁজে পেয়েছে। তাই বাংলার ঘরে ঘরে শ্রীশ্রীচৈতন্যদেব, শ্রীশ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রীলোকনাথ পরম শ্রদ্ধার সাথে ভগবানের আসনে পূজিত হয়। এটাও বাঙালি জাতির অন্যতম বৈশিষ্ট্য। " সন্দীপ গোস্বামী


"এই সময়ের পৃথিবীতে তুমি দুটি জিনিস অন্যদের থেকে পাবে । হিংসা অথবা করুণা । তোমার সফলতায় হিংসা এবং ব্যর্থতায় করুণা । তাই দুঃখ পেও না । করুণা নিয়ে বেঁচে থাকা অর্থহীন । তুমি ভালোবাসার রাজা বা রাণী হয়ে ভালোবাসা বিলিয়ে যাও, ভালোবাসার ভিখারি হতে চেও না । একদিন তোমার ভালোবাসায় লেখা হবে মানবজাতির ভবিষ্যৎ, তুমি হবে ইতিহাস ।" সন্দীপ গোস্বামী


"সৎমানুষদের মধ্যে সরলতা, মহানুভবতার সাথে গোপন অহংকারও থাকে । সেই অহংকার এই ধরণের মানুষদের প্রধান চালিকাশক্তি । অনেক সময় তাঁদের এই অহংকারকে ভুল বুঝে আমরা আহত হয়ে থাকি । তবু একজন সৎমানুষের মৃত্যু হাজার ক্রীড়াবিদ, অভিনেতা, প্রশাসক, লেখকের মতো গুণীজনদের মৃত্যু থেকেও সমাজের গভীরে বেশি ক্ষত সৃষ্টি করে । সততার সাধনায় প্রতিভা নয়, চাই তীব্র ইচ্ছাশক্তি । আমরা ইচ্ছা করলেই সৎমানুষ হয়ে বেঁচে থাকতে পারি ।" সন্দীপ গোস্বামী


"অন্তরের রূপের সাথে বাহ্যিক রূপের মিলনে মানুষ প্রকৃত সুন্দর হয়ে ওঠে, সৃষ্টি হয় রূপমুগ্ধ মুহূর্ত।"সন্দীপ গোস্বামী


"যেদিন থেকে মানুষ কর্মকে ধান্দা বানিয়েছে, সেদিন থেকে মানুষ অস্থির, সদাব্যস্ত হয়েছে। আসলে কর্ম মানুষকে আনন্দ প্রদান করে কিন্তু ধান্দা ফিরিয়ে দেয় অস্থিরতা। " সন্দীপ গোস্বামী


"এ কোন ধরণের প্রেম, যেখানে প্রেমী খুনি হয়ে ওঠে! এ কোন ধরণের সভ্যতা, যেখানে সিপাহীর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পায়! এ কোন ধরণের আধুনিকতা, যেখানে নারীর সম্মান ধুলোয় লুটায়! এ কোন ধরণের ধর্ম, যেখানে ধর্মস্থান রক্তে ভেসে যায়! এ কি ধরণের বিচার, যার মধ্যে উত্তরণ নেই!" সন্দীপ গোস্বামী


"যে ভালোবাসা অর্থ দেখে ভোলে, তা ভালোবাসা নয় । যে ভালোবাসা রূপ দেখে ভোলে, তা ভালোবাসা নয় । যে ভালোবাসা গুণ দেখে ভোলে, তাও ভালোবাসা নয় । যে ভালোবাসায় অস্থির জীবন স্থির হয়, জীবন আনন্দময় হয়ে ওঠে, সবাইকে আরও বেশি ভালবাসতে ইচ্ছা হয়, মন অনন্ত খুশিতে ভরে যায়, তাকেই বলে ভালোবাসা ।" সন্দীপ গোস্বামী


"সত্যের পথ চিরন্তন পথ, মানবিকতার পথ। এই পথে গড়ে উঠেছে প্রকৃত মানুষদের কর্মভূমি। অনন্ত কন্ঠে আকাশে-বাতাসে ধ্বনিত হোক 'সত্যমেব জয়তে'।" সন্দীপ গোস্বামী

No comments:

Post a Comment