সন্দীপ গোস্বামীর দর্শন সন্দীপনী
"নীতিশিক্ষা ব্যতীত জীবনের সমস্ত শিক্ষা নিস্ফলা এবং বিপদজনক । সমস্ত শাস্ত্রের চালিকাশক্তি হল ন্যায়শাস্ত্র ।" সন্দীপ গোস্বামী
"যে দেশে কেউ মালিক না হয়ে চাকর হতে চায় । সেই দেশে বেকার গিজগিজ করে । বিশ্বসংসারের মালিকও সেই দেশের মানুষের প্রতি বিরক্ত হন । তাই সেই দেশ প্রাকৃতিক দুর্যোগ, রোগ, দুর্নীতি, দারিদ্র্য এবং অশান্তির শিকার হয় ।" সন্দীপ গোস্বামী
"আমায় যদি একটু বুঝতে পার, তবে আমায় কোনদিন ভুলতে পারবে না । আমায় যদি খুব বেশি বুঝে থাক, তবে আমার প্রেমে পড়ে যাবে । বোঝার চেষ্টাই মানুষকে ভালবাসতে শেখায় ।" সন্দীপ গোস্বামী
"তরুণ প্রজন্ম সত্যবাদী হয়ে উঠলে, তাদের সততা অসৎ পূর্বসূরিদের সৎপথে চলতে বাধ্য করবে ।" সন্দীপ গোস্বামী
"প্রেমিকের স্ত্রীর সাথে প্রেমিকা খুব সহজে মিশতে পারে, হাসতে পারে, সাজিয়েও দিতে পারে । প্রেমিক ছাড়া কেউ জানতেও পারবে না তাদের অতীত । অথচ কোন পুরুষ তার প্রেমিকার স্বামীর সাথে কিছুতেই সহজ হতে পারেনা, বুকের ভিতর চুরমার হয়ে যায়, পালিয়ে বাঁচে । এরপরও কী বলা যায়, পুরুষ ভালবাসতে জানেনা, শুধুই ভোগী!" সন্দীপ গোস্বামী
"রাজনীতি সম্ভাবনার শিল্প নয় । রাজনীতি মানুষের হৃদয় জয় করার শিল্প ।" সন্দীপ গোস্বামী
"সংখ্যাগরিষ্ঠ পাঠক-পাঠিকার রুচি অনুযায়ী কবি, লেখকরা লিখতে শুরু করলে, অর্থনীতি লাভবান হলেও কয়েক বছরের মধ্যে বিশ্বসাহিত্য অন্ধ হয়ে যাবে । মানুষের চিরাচরিত ভালোলাগাকে পরিবর্তিত করার প্রচেষ্টাই একজন সৃজনশীল মানুষের সাধনা ।" সন্দীপ গোস্বামী
"পৃথিবীর সমস্ত হিংসা, সর্বনাশের মূলে থাকে পুরুষ এবং সারাজীবন ভুগতে থাকে নিষ্পাপ নারী এবং শিশু ।" সন্দীপ গোস্বামী
"যে ধর্ম রক্তাক্ত, সেই ধর্ম পবিত্র হয় কি করে! সেই অর্থে পৃথিবীর প্রায় কোন ধর্ম আজও পবিত্র হতে চায় নি ।" সন্দীপ গোস্বামী
"দারিদ্র্য অপরাধ নয় । বেশিরভাগ ক্ষেত্রে সততার প্রতীকও বটে ।" সন্দীপ গোস্বামী
"মানুষের মহত্ত্ব সে মানুষ, অরণ্য নয় ।" সন্দীপ গোস্বামী
"যে মুহূর্তে কবিতার 'আমি', পাঠকের 'আমি' হয়ে উঠবে । সেই শুভক্ষণে কবিতার আত্মপ্রকাশ ঘটে ।" সন্দীপ গোস্বামী
"তুমি কাউকে প্রকৃত ভালবাসলে, হাজার মাইল দূর থেকেও তার সমস্ত কর্মকাণ্ড ছবির মতো দেখতে পাবে । যা একশো শতাংশ সত্য । প্রথমে অবাক হলেও ধীরে ধীরে বুঝতে পারবে, প্রকৃত ভালোবাসা কাকে বলে!" সন্দীপ গোস্বামী
"বন্ধুর মতো বন্ধু পেলে, মন্দির, মসজিদ, গির্জা যাওয়ার প্রয়োজন হয় না । মনের মানুষ খুঁজতে মানুষ এইসব পবিত্র স্থানে গিয়ে থাকে ।" সন্দীপ গোস্বামী
"নারীকে ঈশ্বর চিনতে পারেন না, পুরুষ চিনতে পারে না, এমনকি অন্য নারীও চিনতে পারে না । অথচ একজন নারীকে শিশুরা চিনতে কখনও ভুল করে না ।" সন্দীপ গোস্বামী
"যে ভালোবাসে সে অযথা জ্ঞান দেয়, যে ভালবাসেনা সে কথায় কথায় আঘাত দিয়ে থাকে ।" সন্দীপ গোস্বামী
"নিজের অন্তরে এই বিশ্বাস রাখা উচিত যে, এই বিশ্বের প্রতিটি মানুষ জন্মগত ভালো মানুষ, এমনকি"প্রেমে একটাই কাঁটা, প্রেমিক বা প্রেমিকার অন্তরে কল্পনাপ্রসূত নিরন্তর অভিমান । প্রেমে উদারতা প্রধান শক্তি ।" সন্দীপ গোস্বামী
"তুমি খুব ভালো, এই কথাটি বললে সেই মানুষটির অন্তরের ভালো মানুষটি জেগে ওঠে । সে ভালো হতে থাকে ।" সন্দীপ গোস্বামী
"যে দেশের যুবশক্তির অন্তরে নীতিশিক্ষা, সংস্কার, সৎচরিত্র, দেশপ্রেম এবং মানবপ্রেম নেই ; যে যুবসমাজ আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ভোগী এবং অসৎ ; সেই দেশের প্রবল যুবশক্তি দেশের সম্পদ নয় বরং সর্বনাশ!" সন্দীপ গোস্বামী
"কেউ দেখুক বা না দেখুক, বুঝুক বা না বুঝুক, গ্রহণ করুক বা না করুক, সত্য চিরন্তন, উজ্জ্বল এবং সুন্দর ।" সন্দীপ গোস্বামী
"অযথা শান্ত মানুষদের বিরক্ত করা উচিত নয় । ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তাদের খুনি হয়ে ওঠার প্রবল সম্ভাবনা ।" সন্দীপ গোস্বামী
"প্রকৃত প্রেমে অভিসার কখনও ব্যভিচার হয়ে ওঠে না । প্রেমিক-প্রেমিকার পবিত্র মহামিলন হল অভিসারের সৌন্দর্য । সেই সৌন্দর্যের পরিপূর্ণ প্রকাশ কবি জয়দেব গোস্বামী বিরচিত 'গীতগোবিন্দ'-র অপূর্ব শ্লোকগুলির মধ্যে খুঁজে পাওয়া যায় ।" সন্দীপ গোস্বামী
"যেখানে সত্য বিরাজমান, সেখানে নীরবতা থাকলেও বিরোধিতা থাকে না। মিথ্যা হল সমস্ত বিরোধের সূতিকাগৃহ ।" সন্দীপ গোস্বামী
"যার কণ্ঠ শুনলে দেহ কেঁপে ওঠে, চোখ অস্থির হয়ে যায়, হৃদয়ে অজ্ঞাত আনন্দের ঢেউ খেলে যায় এবং বাক রুদ্ধ হয়ে যায় । জেনে রেখো, তুমি তার প্রতি অনুরক্ত ।" সন্দীপ গোস্বামী
"প্রতিদিন সকালে উঠে যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আজ কাউকে কষ্ট দেব না, আঘাত দেব না । সেইদিন পৃথিবীর নিরানব্বই শতাংশ যন্ত্রণা দূর হয়ে যাবে । কারণ প্রকৃতি, অন্যান্য প্রাণী, দুর্ভাগ্য ইত্যাদি থেকে মানুষ এক শতাংশেরও কম যন্ত্রণা প্রতিদিন পেয়ে থাকে, বাদবাকি মনুষ্যকৃত যন্ত্রণা ।" সন্দীপ গোস্বামী
"ছোটবেলা থেকে যা সঠিক বলে মনে হয়েছে, তাই বলে ফেলেছি । এর জন্য অনেক সময় চরম মূল্য দিতে হয়েছে । কত বোকা বোকা সম্পর্ক শেষ হয়ে গেছে । কত জন আমায় অহংকারী ভেবেছে । এই চরিত্রের জন্য কারোর কাছ থেকে বাহবা পাইনি । অনেকবার ভেবেছি নিজেকে বদলে ফেলব, হত্যা করব আমার কবিমনকে । অপ্রিয় সত্য আর বলব না । এখানেও ব্যর্থ হলাম । আসলে মনের সত্য বলতে না পারলে, নিজেকে মৃত মনে হয় । নিজের দেহ থেকে পচনের গন্ধ নাকে আসে, আমার দমবন্ধ হয়ে যায়..." সন্দীপ গোস্বামী
"রামায়ণে সীতার জন্য ভগবান রামচন্দ্র যুদ্ধ করেছিলেন, প্রচুর নিরীহ বানর এবং রাক্ষস সেনা মারা যায় I কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে প্রচুর নিরীহ সেনা মারা যায় I যুদ্ধে জিতেও রামচন্দ্র সীতাকে পেলেন না, শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হয়ে গেল I একে বলে কাব্যিক বিচার, যেখানে ভগবানও ক্ষমা পান না I যুদ্ধ যারা করেন, তাদের একটাই পরিচয় 'হত্যাকারী' I" সন্দীপ গোস্বামী
"খারাপ মানুষেরাও কোন সময় ভালো ছিল । পরিবেশ এবং পরিস্থিতির ইতিবাচক প্রভাবে আবার তারা ভালো মানুষ হয়ে উঠতে পারে ।" সন্দীপ গোস্বামী
"প্রতিদিন সকালে উঠে যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি যে, আজ কাউকে কষ্ট দেব না, আঘাত দেব না । সেইদিন পৃথিবীর নিরানব্বই শতাংশ যন্ত্রণা দূর হয়ে যাবে । কারণ প্রকৃতি, অন্যান্য প্রাণী, দুর্ভাগ্য ইত্যাদি থেকে মানুষ এক শতাংশেরও কম যন্ত্রণা প্রতিদিন পেয়ে থাকে, বাদবাকি মনুষ্যকৃত যন্ত্রণা ।" সন্দীপ গোস্বামী
"সুন্দরকে যে ভালবাসে, সে প্রেমিক । সুন্দরকে যে বলপূর্বক বা কৌশলে হরণ করতে চায়, সে অপরাধী ।" সন্দীপ গোস্বামী
No comments:
Post a Comment